Sharing is caring!

SAM_3835SAM_3834 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ “পরিবার ও সমাজ হোক নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধে দূর্গ” শ্লোগানে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মহাসড়কের পার্শ্বে সোমবার সকালে শহরের সোনার মোড় এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে জেলা আদর্শ স্কুলের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা ও অভিভাবকগণ ও বিভিন্ন এনজিও প্রধান উপস্থিত ছিলেন। এ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সীজ ইন বাংলাদেশ (এডাব) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে এই মানববন্ধনে উপস্থিত ছিলেন এডাবের বিভাগীয় সমš^য়কারী কেএম ওবাইদুর রহমান, জেলা শাখার সাধারণ সম্পাদক ও প্রভাত সমাজ কল্যান সংস্থা’র নির্বাহী পরিচালক আমিরুল মোমেনিন বাবু, সহ-সভাপতি আপনের নির্বাহী পরিচালক ইসরাফিল হক, এডাব সদস্য ও গ্রামীণ বহুমুখী উন্নয়ন সংস্থা (জিবাস)’র নির্বাহী পরিচালক তরিকুল ইসলাম টুকু, মহানন্দা সমাজ কল্যান সংস্থা’র নির্বাহী পরিচালক কামাল উদ্দিন আহমেদ, প্রয়াসের প্রকল্প ব্যবস্থাপক দুরুল ইসলাম, বাঁধন গ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম বারী, প্রদিত্ব সমাজ উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক তৌহিদা খাতুন কমলা, প্রশিকার জোনাল কো-অর্ডিনেটর গোলাম মাওলা মাসুম, সমতা জেন্ডার ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক বজলুর রহমান, ইমু উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মোসাঃ লতিফা খাতুন, জনকল্যান শিক্ষা ও উন্নয়ন সোসাইটি’র নির্বাহী পরিচালক আব্দুল বাশিরসহ অন্যরা। মানববন্ধনে সমাজ থেকে সকল ধরণের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *