Sharing is caring!

চাঁপাইনবাবগঞ্জে এনএমসি’র উদ্যোগে এ্যাডভোকেসী প্ল্যাটফরম মতবিনিময় সভা

♦ স্টাফ রিপোর্টার

বেসরকারী সংস্থা নেটওয়ার্ক অফ নন-মেইনস্ট্রিমড মারজিনালাইজড কমিউনিটি (এনএমসি ফাউন্ডেশন) এর উদ্যোগে জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তাগণের সাথে এ্যাডভোকিসী প্লাটফর্মের মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা এ্যাভোকেসী প্লাটফরম এর আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। সভাপতিত্ব করেন জেলা এ্যাভোকেসী প্লাটফরম এর সভাপতি আলহাজ্ব এ্যাড. ইয়াসমীন সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উঁরাও, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান। সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলা ও নাচোল উপজেলায় এনএমসি’র মাধ্যমে জেলা এ্যাডভোকসী প্ল্যাটফরর্মের কার্যক্রম বিষয়ে তুলে ধরেন এনএমসি’র অর্গানাইজার নুরুল আলম শুভ। সভা পরিচালনা করেন এনএমসি’র জেলা এ্যাডভোকেসী প্লাটফরম সদস্য সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল। জেলার নৃ-গোষ্ঠির তথ্য তুলে ধরেন জেলা এ্যাডভোকেসী প্লাটফরম সদস্য সেফালী বেগম। নৃ-গোষ্ঠির বিভিন্ন প্রয়োজন ও সমস্যাদি তুলে ধরে বক্তব্য রাখেন হরিজনদের পক্ষে বাবলু, আদিবাসীদের পক্ষে হিংগু মুর্মু, অঞ্জনা রানী বর্মনসহ অন্যরা। এসময় উপস্থিত ছিলেন ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর সম্পাদক ও ‘দর্পণ টিভি’ (অনলাইন) এর ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম রঞ্জু, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, স্বাধীন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা এ্যাডভোকেসী প্লাটফরম সদস্য এনামুল হক তুফান, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাভেদ ইকবাল, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক মোসা. সাহিদা আখতার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলম, এ্যাডভোকেসী অফিসার সফিকুল ইসলাম, আমনুরা মিশনের ধর্ম পরিচালক, যতিন হেমব্রম, কর্ণেইস মুর্মু, বিশ্বনাথ মাহাথোসহ আদিবাসী, হরিজন ও দলিত-বঞ্চিত জনগোষ্ঠির নেতৃবৃন্দ এবং এনএমসি’র প্রতিনিধি। আদিবাসী ও হরিজন নেতৃবৃন্দ স্থায়ী আবাসন, বেতনভাতাদীসহ অন্যান্য সযোগ-সুবিধা বৃদ্ধি, জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা, মামলা জনিত সদস্যা, পয়-নিস্কাশন সমস্যা, বিদ্যুৎ বিলসহ নানা সমস্যার কথা তুলে ধরে সমাধানের অনুরাধ জানান।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *