Sharing is caring!

কবর জিয়ারত ও দোয়া মাহফিল
চাঁপাইনবাবগঞ্জে ‘এরফান গ্রæপ’র পারিবারিক

মিলন মেলা

♦ স্টাফ রিপোর্টার

প্রতি বছরের মত এবছরও চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ স্থানীয় ও দেশের অন্যতম বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান ‘এরফান গ্রæপ’র পারিবারিক মিলন মেলা, মরহুম পিতাসহ অন্যান্য আত্মীয় স্বজনদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) ‘এরফান গ্রæপ’র নিজস্ব অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘এরফান গ্রæপ’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডষ্ট্রি’র সভাপতি ও ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. এরফান আলী। এই উপলক্ষে সকালে কোরআনখানী, বেলা সাড়ে ১১টায় আব্দুল আজিজ মন্ডল (ভাদু পন্ডিত) গোরস্থানে ফাতেহা পাঠ ও কবর জিয়ারত করা হয়। দুপুরে বাররশিয়াপাড়া জামে মসজিদে বিশেষ দোয়া, নামাজ শেষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোশংকরবাটী বাররশিয়াপাড়া (পৈত্রিক ভিটা)’য় আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। আলহাজ্ব মোঃ এরফান আলীর ব্যক্তিগত উদ্যোগে মরহুম পিতা আলহাজ্ব আফসার আলীর রুহের মাগফেরাতসহ বংশীয় সকলের রুহের মাগফেরাত কামনায় শুক্রবার সকালে নামোশংকরবাটি বারো রশিয়াপাড়া ফুটবল মাঠ ক্বেরাতিয়া হাফিজিয়া মাদ্রাসায় কোরআনখানী করে হাফিজিয়া মাদ্রাসা ও আজিজিয়া ক্বেরাতিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা। জীবিত বৃদ্ধা মাতা আলহাজ্বা আসিয়া খাতুন ও সহধর্মিনী শারিরিকভাবে অসুস্থ আলহাজ্বা মোসাঃ জান্নাতুন ফেরদৌস এর স্বুস্থতা কামনা করেও দোয়া করা হয়। নামোশংকরবাটী বারোরশিয়া জামে মসজিদেও বিশেষ দোয়া করা হয়। জুম্মা নামাজের পর চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটী বারো রশিয়াপাড়াস্থ পৈত্রিক বাসস্থানে এরফান গ্রæপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ এরফান আলীর ব্যক্তিগত উদ্যোগে পারিবারিক মিলন মেলা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ এরফান আলী। তিনি সকলের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেন। পরিবারের সকলকে একসাথে নিয়ে মিলন ঘটানো এবং একসাথে বসে খাওয়ার ব্যবস্থা নেয়ার এমন উদ্যোগের প্রশংসা এবং আয়োজকের দীর্ঘায়ু কামনা করে বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক ও নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হান্নান মাস্টার, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান হান্নু, চেম্বারের পরিচালক আলহাজ্ব এ্যাড. লুৎফর রহমান ফিরোজ, বংশীয় বড় ভাই আলহাজ্ব আব্দুল জাব্বারসহ অন্যরা। এসময় উপস্থিত ছিলেন, এরফান গ্রæপের জেনারেল ম্যানেজার আলহাজ্ব মো. সাইফুল ইসলাম, মাওলানা মো, হারুন অর রশিদ, ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক, ‘দর্পণ টিভি’র ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম রঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. হাম্মাদ আলী ও মো. নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক মো. মাইনুল ইসলাম, মো. বাহরাম আলী, মো. শাহজাহান, মো. শহিদুল ইসলাম, আলহাজ্ব মো. আব্দুল মালেক, মো. আনোয়ার হোসেন, এম কোরাইশি মিলু, আহসান হাবিব মিন্টু, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম কবির, নামোশংকরবাটী ফুটবল মাঠ ক্বেরাতিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ও ঘাটিয়ালপাড়া জামে মসজিদের ইমাম আলহাজ্ব হাফেজ মোঃ আসলাম কবির, মো. বাচ্চু, মো. হায়দার আলী, মানব সম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মো. জাকির হোসেনসহ এরফান গ্রæপের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এরফান গ্রæপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ এরফান আলীর পিতা মরহুম আলহাজ্ব মো. আফসার আলী, জীবিত বৃদ্ধা মাতা আলহাজ্বা আসিয়া খাতুন, সহধর্মিনী শারিরিকভাবে অসুস্থ আলহাজ্বা মোসাঃ জান্নাতুন ফেরদৌসসহ বংশীয় দাদা, দাদি, চাচা, চাচীসহ সকল মরহুম আত্মীয় স্বজনের আত্মার মাগফেরাত কামনা ও জীবিতদের শারিরিক স্বুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বাররশিয়া জামে মসজিদের ইমাম মাওলানা মুফতী মামুনুর রশিদ। এসময় আলহাজ্ব এরফান আলীর বংশীয় পরিবারের প্রায় ৫ শতাধিক পুরুষ ও মহিলারা দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজে অংশ নেয়। উল্লেখ্য, প্রতিবছর এরফান গ্রæপের আয়োজনে পারিবারিক মিলন মেলায় ও দোয়া মাহফিলের মাধ্যমে বংশীয় সকল মানুষদের একত্রে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। প্রতিবছরের মত জীবদ্দশায় আগামীতেও এইভাবে পারিবারিক মিলন মেলা ও দোয়া মাহফিলের কার্যক্রম অব্যহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আলহাজ্ব মো. এরফান আলী। আগামী বছর দিনব্যাপী নানা কালাই রুটি দিয়ে সকালের খাবার, মধ্যাহ্নভোজ এবং শেষে লটারীর ড্র আয়োজনের ঘোষণা দেন আলহাজ্ব এরফান আলী।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *