চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জ শহরের স্মশাণঘাট এলাকার একটি বাড়ী থেকে তন্না বেগম (২১) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে মহির উদ্দীনের বাসা থেকে তার ছেলে মিনার আলীর স্ত্রী তন্না বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ সদর হাসপাতাল মর্গে পাঠায়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাযহারুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে তন্না বেগমের মরদেহ তার ঘর থেকে উদ্ধার করা হয়েছে। তিনি জানান, তন্না বেগমের শ্বশুর মহির উদ্দীন তাদের জানিয়েছেন, তার পুত্রবধু তন্না ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আতœহত্যা করে। পরে তিনি ওড়না কেটে তন্নার ঝুলন্ত মরদেহ নামিয়েছেন। পুলিশ জানায়, ৯ মাস আগে মিনার আলীর সাথে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা খয়রা এলাকার মোহাম্মদ আলমের মেয়ে তন্নার বিয়ে হয়। তার আত্মহত্যার কারন জানা যায়নি। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পরই বলা যাবে এটি হত্যা না আতœহত্যা।