চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেন খাঁর মোড় এলাকায় গোপন বৈঠক করার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেল ৪টার দিকে এঘটনা ঘটে। তবে ৩০ জনই জামায়াত-শিবিরের নেতা-কর্মী কিনা বা কোন নাশকতার পরিকল্পনা করছিলো কিনা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের বিশেষ গোয়েন্দা শাখা ও থানা পুলিশ এই অভিযানে অংশ নেয়। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, শহরের বাতেন খাঁর মোড়ের একটি বাড়িতে প্রায় ৩০ জন একটি কক্ষে গোপন বৈঠক করছিল। এই সংবাদে বুধবার বিকেল আনুমানিক ৪টার দিকে ডিবি পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সকল কার্যক্রম বন্ধ করে দেয় এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের আটক করে নিয়ে আসে। ওই বাড়িতে কি পরিকল্পনা হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত তদন্ত কার্যক্রম চালাচ্ছেন উর্ধ্বতন কর্মকর্তাগণ। তদন্ত শেষ হলেই বিস্তারিত জানা যাবে। এব্যাপারে পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম জানান, নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের বাতেন খাঁর মোড় এলাকার একটি বাড়ি থেকে ৩০ জনকে আটক করা হয়েছে। তবে এদের সবাই জামায়াত-শিবির নেতা-কর্মী কিনা, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে। এরিপোর্ট লেখা পর্যন্ত বিষয়টি নিয়ে তদন্ত চলছিল।