চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুলী এলাকা থেকে ৪জন জুয়াড়ীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে গোয়েন্দা পুলিশ। এরা হচ্ছে, বাবুপুর মিরাটুলী গ্রামের আবু হাসান ওরফে ছোট মিয়া (৩৫), টুটুল (৪০), মো. কামাল হোসেন (৩২) ও শওকত আলী (৩৬)। জেলা গোয়েন্দা পুলিশের এসআই গোলাম রসুল জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে চারটার দিকে বাবুপুর মিরাটুলি এলাকার একটি আমবাগানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় সেখান থেকে ওই চারজনকে জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় প্রকাশ্যে জুয়া আইনের ৩/৪ ধারায় ওই চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।