Sharing is caring!

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা

বিষয়ে কর্মশালা ও পুরস্কার বিতরণ

♦ স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা বাস্তবায়ন উপলক্ষে কর্মশালা ও কেন্দ্রীয় পর্যায়ের স্কুল ভিত্তিক ইসলামী সাংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা মিশন চত্বরে ইসলামিক মিশন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে পুরস্কার বিতরণ ও কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক মো. আবুল কালাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. এস.এফ.এম খায়রুল আতার্তুক। এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সিনিয়র মেডিকেল অফিসার (অব.) ডা. মো. শফিক-উল-আলম, ইসলামিক মিশন পলশার সিনিয়র মেডিকেল অফিসার সুফিয়া বেগম। কর্মশালায় গর্ভধারিনী মায়ের যতœ, খাদ্যাভ্যাস, প্রসব পরবর্তী মা ও নবজাতকের যতœ, শিশুকে মায়ের দুধ খাওয়ানো (বার ও পরিমাণ), শিশুকে বৈচিত্রধর্মী খাবার খাওয়ানো এবং মায়েদের সঠিক সময়ে পরিবার পরিকল্পন গ্রহণে পরামর্শ, বাল্যবিয়ে প্রতিরোধ ও জনসচেনতা সৃষ্টি বিষয়ে আলোচনা করা হয়। শেষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। এছাড়া ইসলামিক মিশন হাসপাতাল ও পলশা আলিম মাদ্রাসা পরিদর্শন করেন অতিথিরা। পরিদর্শনকালে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে একটি কম্পিউটার দেয়া ঘোষণা দেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *