Sharing is caring!

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

♦ স্টাফ রিপোর্টার 

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে স্বল্পপরিসরে অতিথিদের নিয়ে এই সভা হয়। সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবসে কর্মসূচী নিয়ে অনলাইনে সংযুক্ত হন জেলার বিশিষ্ট জনেরা। সভার আয়োজন করে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকে। জেলায় যথাযোগ্যভাবে দিবসটি পালনের জন্য সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। করোনা ভাইরাস সতর্কতায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালনের সময় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। সভায় সিদ্ধান্ত নেয়া হয়, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, সকাল সাড়ে ৭টায় জেলা শহরের সরকারী কলেজ মোড়স্থ বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ। তবে, কর্মসূচিতে ৫ থেকে ৬ জনের বেশি লোক একসাথে সমাগম হতে পারবে না। জেলা প্রশাসক জানান, ভবিষ্যতে জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি নির্মাণ করার ব্যবস্থা নেয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচি বাস্তবায়নের সংশ্লিষ্ট সকলকে আহবান জানানো হয় সভায়। এছাড়াও মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উপর গুরুত্ব দেয়া হয় সভায়। অনুষ্ঠানে কর্মসূচিসমূহ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ জামান। অনলাইনে আলোচনায় অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিপএম-পিপিএম (বার), নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শঙ্কর কুমার কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন ও এ্যাড. আব্দুস সামাদ, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অব. শিক্ষা ও সংস্কৃতি কর্মকর্তা এনামুল হক তুফানসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *