
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদ ছাত্রলীগের উদ্যোগে সংগঠনের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের নিমতলা জাসদ কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্ত¡পূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নবাবগঞ্জ সরকারী কলেজ মোড়ে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আলোচনা সভায় মিলিত হয়। জেলা জাসদ ছাত্রলীগ সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় আলোচনায় অংশ নেন জাসদের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলী সদস্য মেহের আলী, কেন্দ্রীয় সদস্য মনিরুজ্জামান মনির, জেলা জাসদ সভাপতি অধ্যাপক মোঃ আবু বাক্কার, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম,
জেলা যুবজোট সভাপতি তরিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জে কর্ণেল তাহের সংসদের সাধারণ সম্পাদক আবু হেনা, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি তসিকুল রেজা, পৌর সভাপতি শামীম হোসেনসহ অন্যরা। বক্তারা সংগঠনের ভূমিকা বর্ণনা করে বলেন, আগামীতেও জাসদ ছাত্রলীগ সাধারণ মেহনতি মানুষের পাশে থাকবে। পরে প্রতিষ্ঠা বার্ষির্কীর কেক কাটা হয়।