Sharing is caring!

DSC05021 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ বিশ্ব নারী দিবস উপলক্ষে জিবাস নদী ও জীবন-২ প্রকল্প ও এ্যসেসিয়েশন ফর ডেভেলপমেন্ট এজেন্সীজ অব বাংলাদেশ-এডাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে র‌্যালী ও মানববন্ধন এর আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে র‌্যালীটি চাঁপাইনবাবগঞ্জের সোনারমোড় থেকে শুরু হয় এবং শান্তিমোড় ঘুরে এসে মৃর্ধাপাড়া মোড়ের মহাসড়কের পার্শে¦ মানববন্ধনে অংশ গ্রহন করে। র‌্যালী ও মানববন্ধনে উপস্থিত ছিলেন গ্রামীন বহুমুখী উন্নয়ন সংস্থা (জিবাস)’র নির্বাহী পরিচালক মোঃ তরিকুল ইসলাম টুকু, এডাব এর সহ-সভাপতি এবং আপন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইসরাফিল হক, বাঁধন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রেজাউল করিম বারী, প্রদিপ্ত সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তৌহিদা খাতুন কমলা, জিবাস সংস্থার কো-আর্ডিনেটর মোঃ সুজন আলী এবং জিবাস নদী ও জীবন-২ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ এনামুল কবির খোকনসহ স্থানীয় নারী পুরুষ। এবারে বিশ্ব নারী দিবস-২০১৬ এর প্রতিপাদ্য বিষয় ছিল “কর্মে, অধিকারে, মর্যাদায় নারী পুরুষ থাকবে সমতায়”। র‌্যালী ও মানবন্ধন এর মাধ্যমে প্রতিপাদ্য বিষয়ে গনসচেতনতা সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
DSC05024

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *