চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের হাতে
ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
♦ স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের হাতে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী ডাইংপাড়া গ্রামের নওসাদ আলীর ছেলে আব্দুল মালেক। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ডাইংপাড়া থেকে ৬২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আব্দুল মালেককে আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম জানান, গোপন সংবাদের ভিক্তিতে রবিবার গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আব্দুল মালেকের বাড়ি থেকে ৬২ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এব্যাপারে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।