চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে নির্যাতনের পর হত্যার প্রতিবাদে টানা তৃতীয় দিনের মত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার দুপুরে নবাবগঞ্জ সরকারী কলেজ ক্যাম্পাস শহীদ মিনারের সামনে কলেজ শিক্ষার্থীরা এ উপলক্ষে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। নবাবগঞ্জ সরকারী কলেেেজর সর্বস্তরের শিক্ষক ও ছাত্র-ছাত্রী’র ব্যানারে আয়োজিত মানববন্ধনের উদ্ধোধন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ইব্রাহীম হোসেন। ইতিহাস বিভাগের প্রভাষক জিয়াউল হকের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে তনু হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ অধ্যাপক সুলতানা রাজিয়া, রসায়ন বিভাগের প্রধান ড.শংকর কুমার কুন্ডু, হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র ওয়ালিদ হোসেন গালিব, ফয়সাল আহমেদ তমাল, যুবলীগ নেতা আনোয়ার হোসেন লালু, সাবেক ছাত্রলীগ নেতা ফাইজার রহমান কনক প্রমূখ।