Sharing is caring!

চাঁপাইনবাবগঞ্জে দামী ফসলের বানিজ্যিক

চাষ শীর্ষক কর্মশালা

♦ স্টাফ রিপোর্টার

দামী ফসলের বানিজ্যিক চাষ শীর্ষক কর্মশালা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী। কর্মশালায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. তাজকির-উজ-জামান। উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক গবেষক ও জিশান কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রুস্তম আলী, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলহাজ্ব মঞ্জুরুল হুদা, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জমির উদ্দীন, হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক ড. সাইফুর রহমান, জ্বাম প্লাজম কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, বালুগ্রাম আদর্শ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইদুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তারের সন্তান ও যুবলীগ নেতা মেসবাহুল সাকের জ্যোতি, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সলেহ আকরাম, আম ব্যবসায়ী ইসমাইল হোসেন শামীম, জেলার বিভিন্ন ব্যবসায়ীসগণসহ অন্যান্যরা। কর্মশালায় বিভিন্ন বিদেশী দামী ফসলের বানিজ্যিক চাষ করা এবং এর সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক গবেষক ও জিশান কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রুস্তম আলী। তিনি জানান, ড্রাগন, সৌদি খেজুর, অ্যাভোক্যাডো, লঙ্গান, পার্সিমন, মিষ্টি ভুট্টা ইত্যাদি উচ্চ মূল্যমান এসব ফসল চাষাবাদ করলে অনেক লাভবান হওয়া সম্ভব কৃষকদের। বিদেশে এসব ফলের প্রচুর চাহিদা থাকায়, দেশের চাহিদা মিটিয়ে বাইরেও রপ্তানি করার সুযোগ রয়েছে।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *