
চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৩ জন করোনা
সনাক্ত \ জেলায় রোগী ৪৯
♦ দর্পণ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার নতুন করে আরও তিন জন করোনা সনাক্ত হয়েছে বলে জানা গেছে। এনিয়ে জেলা মোট করোনা রোগীর সংখ্যা ৪৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলে নিশ্চিত করেছে সিলিভ সার্জন অফিস। চাঁপাইনবাবগঞ্জ এর সিভিল সার্জন ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী জানান, বরিশাল থেকে আসা রিপোর্টে চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঠানো ৮৬টি নমুনার মধ্যে ৮৩ টি নমুনার ফলাফল নেগেটিভ এবং ৩টি নমুনা পজিটিভ এসেছে। নতুন ভাবে আক্রান্ত ৩ জনের মধ্যে ১জনের বাড়ি শিবগঞ্জ উপজেলা এবং অপর ২জনের বাড়ি গোমস্তাপুর উপজেলায়। তিনি জানান, ২৬ মে মঙ্গলবার পর্যন্ত মোট নমুনা প্রেরণ করা হয়েছে ১ হাজার ৭৪৭ জনের। এর মধ্যে পজিটিভ ৪৯ জন আর নিগেটিভ ১ হাজার ৫০৮ জন। বর্তমানে রিপোর্ট পেন্ডিং আছে ১৯০ জনের। আক্রান্তদের মধ্যে ২ জন সুস্থ হয়েছেন। বাকীরাও উপসর্গবিহীন এবং চিকিৎসাধীন আছেন নিজ নিজ বাড়িতে। এদিকে ঈদের দিন ২২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্ত মো. আলমগীর হোসেন।