Sharing is caring!

SAM_4720 SAM_4696চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জের প্রবীন রাজনীতিবিদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক এমপি ও জেলা গভর্ণর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ভাষা সৈনিক ডা. আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তারের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতাসহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। শনিবার সকালে স্থানীয় শহীদ সাটু হলে ডা. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্মৃতি পরিষদের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই উপলক্ষে মরহুমের পরিবার ও ডা. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্মৃতি পরিষদের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়। সকাল সাড়ে ৮টায় মরহুমের হাসপাতাল সড়কস্থ বাসভবন হক মঞ্জিলে পবিত্র কোরআনখানি ও দোয়া মাহফিল, সকাল ৯টায় স্থানীয় কামিল মাদ্রাসায় হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও বেলা ১১টায় মরহুমের গ্রামের বাড়ি বালিয়াডাঙ্গায় অবস্থিত কবর জিয়ারত ও বাদ আসর মরহুমের বাসভবন হক মঞ্জিলে মিলাদ মাহফিল। চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্মৃতি পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা লায়ন মোঃ আলী কামাল। এসময় উপস্থিত ছিলেন মৃত্যুবার্ষিকী পালন ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ইকবাল মনোয়ার খান চান্না, এনামুল হক তুফান, মোনিম উদ দৌলা চৌধুরী, কলেজ শিক্ষক শাহ আলম, মরহুমের ছেলে মেসবাহুল জাকের জঙ্গী, জামায় অধ্যক্ষ হাবিবুর রহমান, আনিসুর রহমান, চিত্রাংকন শিক্ষক জগন্নাথ সাহা, জনি সরকারসহ অন্যরা। এসময় মরহুমের পরিবারের সদস্যরা ও ডা. মেসবাহুল হক বাচ্চু ডাক্তারের অনুসারীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *