Sharing is caring!

চাঁপাইনবাবগঞ্জে নারীর অধিকার ও বাল্যবিবাহ

প্রতিরোধ বিষয়ক সংলাপ

♦ স্টাফ রিপোর্টার

নারীর অধিকার প্রতিষ্ঠা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক গণতান্ত্রিক সংলাপ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংলাপ হয়। ডাসকো ফাউন্ডেশেন বাংলাদেশের আয়োজনে সংলাপে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. জাকিউল ইসলামসহ ডাসকো ফাউন্ডেশনের জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা। গণতান্ত্রিক সংলাপে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন, ২০১০ বাস্তবায়নে জেলা পর্যায়ে নাগরিক জোটের সাথে সরকারি বেসরকারি কর্তৃপক্ষের মধ্যে নারীর অধিকার প্রতিষ্ঠা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে আলোচনা ও করনীয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলাকে বাল্য বিবাহ মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *