Sharing is caring!

স্টাফ রিপোর্টার \ ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড. মো. নজরুল ইসলামের পক্ষে দিনভর প্রচারণা, গনসংযোগ ও পথসভা করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদসহ অংগ সংগঠনের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে আব্দুল ওদুদ নির্বাচনী প্রচারনায় অংশ নিয়ে সদর উপজেলার শাজাহানপুর, চরবাগডাঙ্গা ও আলাতুলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা মহিলালীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম।
উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক শান্তনা হক শান্তা, সদর উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ মাস্টার, ডা. নাহিদ ইসলাম মুন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ। নির্বাচনী প্রচারণায় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ অংশ নেয়।
নৌকা প্রতীকের প্রচারনায় আরো উপস্থিত ছিলেন, শাজাহানপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মেহবুব আলম সাউন, চরবাগডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. ওমর আলী, আলাতুলী ইউনিয়ন আ.লীগের সভাপতি আফসারুল আলম, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ আ.লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *