Sharing is caring!

চাঁপাইনবাবগঞ্জে পিএসসি পরীক্ষার্থীদের

বিদায় ও দোয়া অন্ষ্ঠুান

♦ স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বনামধন্য সরকারী প্রাথমিক বিদ্যালয় নবাবগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান হয়েছে। বুধবার বিকেলে বিদ্যালয় চত্বরে বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম তাজকির-উজ-জামান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ্যাড. মো. আনোয়ার হোসেন ডলারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল কাদের, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসা. নাজমা খাতুন, সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহা. রুহুল আমিন, দিলেরা বানুসহ অন্যরা। এসময় অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ালিউল ইসলাম ও বিদায়ী শিক্ষার্থী ইসতিয়াক আহমেদ মাহিন। নবাবগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মারুফুল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ শাখার চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড ইসয়ামিন সুলতানা রুমা, শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবকগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য এবছর এই বিদ্যালয় থেকে ১৮৫জন শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশগ্রহন করবে। শেষে বিদায়ী শিক্ষার্থীদের উপহার স্বরূপ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *