
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের মাদকবিরোধী
অভিযানে আটক ৪০
♦ স্টাফ রিপোর্টার
পুলিশের পৃথক পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলায় ৪০জন মাদকসেবী ও মাদককারবারী আটক হয়েছে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২’শ বোতল ফেন্সিডিলও উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। এর মধ্যে শিবগঞ্জে মাদক বিরোধী অভিযানে পুলিশ মাদকসহ ৮ জন মাদকসেবী ও মাদককারবারীকে গ্রেফতার করেছে। শিবগঞ্জ থানা সুত্র জানায়, শিবগঞ্জ থানা পুলিশ শাহবাজপুর এলাকার একটি বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ২’শ বোতল ফেনসিডিল জব্দ করেছে। এদিকে, মাদকবিরোধী বিশেষ অভিযানে সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার ৫ উপজেলা থেকে ৪০ জন মাদকসেবী ও মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শিবগঞ্জে ৮ জন।