
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে
গাঁজাসহ আটক ১
♦ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ আমিরুল নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ। আটক আমিরুল সদর উপজেলার বেহুলা গ্রামের মৃত উমর আলীর ছেলে। সদর মডেল থানার ওসি (অপারেশন) মো. ইদ্রিস আলী জানান, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশনায় মাদক বিক্রি ও মাদক পাচার রোধে পুলিশ কাজ করছে। প্রেক্ষিতে সোমবার সদর উপজেলার বেহুলা থেকে ১ কেজি গাঁজাসহ মো. আমিরুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। এসময় মাদক বিক্রির ১৭ হাজার ৩৫০ টাকাও জব্দ করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিরুল মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আমিরুলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।