চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ সদর উপজেলার চকআলমপুরে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ১জনকে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃত ব্যক্তি, একই এলাকার আনারুল ইসলামের ছেলে মোঃ আজিম(২৩)। র্যাব সুত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল এএসপি এ.কে.এম. এনামুল করিম এর নেতৃত্বে সোমবার রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চকআলমপুর গ্রামের চকআলমপুর কবরস্থানের পূর্ব পার্শ্বে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় নিষিদ্ধ ৫০ বোতল ফেনসিডিল, মোটর সাইকেল-১টি, মোবাইল ফোন-২টি এবং নগদ-১৬০৫০/-টাকাসহ মাদক ব্যবসায়ী মোঃ আজিম (২৩)কে আটক করা হয়। জানা যায়, উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা ¯^ীকার করে। উপরোক্ত ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।