Sharing is caring!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জের পৃথক স্থানে অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাঁজাসহ ৪জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গুলবাগ ফুলকুঁড়ি স্কুলের পেছনের মো. ওয়াহেদুজ্জামান বাবলুর ছেলে তুষার ইমরান (২৯), শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বাপাড়ার মো. গাজলু রহমানের ছেলে মো. আব্দুল হালিম (৩০) ও তেলকুপি খাবার টোলা গ্রামের মৃত মোজাফফর সাফাটুর ছেলে তৌফিকুল ইসলাম (৩৫) এবং আমনুরা রেলগেট এলাকার মৃত আব্দুল জাব্বারের ছেলে ইলিয়াস আলী (৪২)। সদর মডেল থানার ওসি অপারেশন মো. ইদ্রিস আলী জানান, গোপন সূত্রে খবর পায় তেলকুপি থেকে কয়েকজন যুবক মোটরসাইকেল যোগে ফেন্সিডিল নিয়ে শহরের দিকে আসছে। এমন খবরের ভিত্তিতে সদর থানা পুলিশের টিম বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতুর টোলঘরে অবস্থান নেয়। শুক্রবার দুপুরে দুটি মোটরসাইকেল আসলে তাদের থামার সংকেত দিলে একজন দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে ২টি মোটরসাইকেলসহ ৩ যুবককে হাতেনাতে ১৬০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে একই দিন বিকেলে পুলিশের আরেক মাদকবিরোধী অভিযানে আমনুরা এলাকা থেকে আমনুরা রেলগেট এলাকার মৃত আব্দুল জাব্বারের ছেলে ইলিয়াস আলী (৪২) কে ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *