Sharing is caring!

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর শততম জন্মদিন ও

জাতীয় শিশু দিবস পালিত

♦ স্টাফ রিপোর্টার

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ও জাতীয় শিশু দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে থেকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের অংশ গ্রহণে র‌্যালী বের হয়। শহরের সরকারী কলেজ মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। এসময় জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম-পিপিএম(বার)সহ বিভিন্ন সরকারী-বেসরকারী সংগঠন ও প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে সকাল ৭টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে, দলীয় কার্যালয় চত্বর থেকে সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ ও সহ-সভাপতি মোঃ রুহুল আমিনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সহযোগী সংগঠন জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। শেষে, আলোচনা সভা ও কেক কাটা এবং মিষ্টি বিতরণ করা হয়। এদিকে বঙ্গবন্ধুর শততম জন্মদিবসে আওয়ামীলীগ, যুবলীগ, যুব মহিলালীগ, ছাত্রলীগসহ অংগসংগঠন, জেলা জাতীয় মহিলা সংস্থাসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পার্ঘ অর্পণ করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে চিত্রাংকন, রচনা, মিলাদ মাহফিল, দোয়া, প্রামাণ্য চিত্র প্রদর্শণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে। এদিকে দিবসটি উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সদর উপজেলা প্রশাসন, জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, সিভিল সার্জন অফিস, সড়ক ও জনপথ বিভাগ, বিআরটিএ, ডাক বিভাগ, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জ, জেলা প্রাণী সম্পদ দপ্তর, ইসলামিক ফাউন্ডেশন, বরেন্দ্র্র উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা কারাগার, আঞ্চলিক পাসপোর্ট অফিস, সমাজসেবা দপ্তর, জাতীয় মহিলা সংস্থাসহ বিভিন্ন সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়া সকল সরকারী-বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, জেলখানা, হাসপাতাল ও শিশু পরিবারে উন্নত মানের খাবার বিতরন, মিলাদ, বিশেষ মোনাজাত ও বিশেষ প্রার্থনা, আলোচনা সভা, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *