
স্টাফ রিপোর্টার \ বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকোর) ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও সি.এন ক্রাইম নিউজের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে পিটিআই মোড়স্থ বসকো জেলা কার্যালয়ে সভাপতি মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল হাকিম, মানবাধিকার কমিশন জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ শাহাজামাল, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন। বসকোর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, সিএন ক্রাইম নিউজের সম্পাদক ও বাসকোর সাধারণ সম্পাদক
মোঃ তারেক আজিজ, বসকোর সাংগঠনিক সম্পাদক মোঃ নাদিম হোসেন, সদস্য মো. নূরে আলম সিদ্দীকি মাসুম, মো. রবিউল ইসলাম, মো. জারিফ হোসেন, মো. আলেক জান্ডার, মো. আজিম আলী, মো. জমশেদ আলী, মোঃ আলামিন,মোঃ নূরুল ইসলামসহ গণমাধ্যম ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বসকোর কার্যালয়ের চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়।র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পূনরায় কার্যালয়ের সামনে শেষ হয়। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।