চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাদিনগর গ্রামে টিপু আলী’র বাড়িতে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে ১৮৪ বোতল ফেনসিডিল ও ২ মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৯ বিজিবি। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, গোপালগঞ্জ জেলার মুকশেদপুর থানার বাটিকামারি গ্রামের ওয়াহেদ আলীর ছেলে মো. শুকুর (২৭) ও ঢাকার আশুলিয়া থানার গামসুনা শ্রীপুর গ্রামের সোরাপ শেখের ছেলে মো. জিয়া (৩৫)। চাঁপাইনবাবগঞ্জে ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুল এহসান এক প্রেসনোটে ঘটনাটি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেলকুপি সীমান্ত চৌকি’র নায়েব সুবেদার কবির উদ্দিনের নেতৃত্বে শ্যামপুর ইউনিয়নের ঘুবানীপুর বড় হাদিনগর গ্রামে (সীমান্ত মেইন পিলার ১৮০ হতে ২ কি.মি বাংলাদেশের ভিতরে) টিপু আলী’র বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বাড়ির মালিক ওই গ্রামের ফেনসিডিল চোরাকারবারী মৃত. আব্দুস সামাদের ছেলে মো. টিপু আলী (৪০) পালিয়ে যায়। কিন্তু ফেনসিডিল ও মোটরসাইকেলসহ ওই বাড়ী থেকে ওই ২ ফেনসিডিল চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় জব্দ ফেনসিডিল, মোটরসাইকেল ও গ্রেপ্তার ২ আসামীকে শিবগঞ্জ থানায় সোপর্দ করে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।