
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ সারাদেশের ন্যয় চাঁপাইনবাবগঞ্জেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার সকালে মানববন্ধনে হাজার হাজার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। জেলার নবাবগঞ্জ সরকারী কলেজের একডেমিক ভবনের সামনে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম মঞ্জুর রেজা, উপাধ্যক্ষ প্রফেসর ইব্রাহীম হোসেন, শিক্ষ
ক পরিষদের সক্রেটারী প্রফেসর দাউদ হোসেন, বাংলা বিভাগীয় প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরুসহ অন্যরা। একই সময় নবাবগঞ্জ সরকারী মহিলা কলেজের সামনের সড়কে মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল ইসলাম, শিক্ষক পরিষদের সেক্রেটারী মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক জিয়াউল হক, প্রভাষক মো.শহীদুজ্জামান, প্রভাষক গোলাম মোহাম্মদ নূর প্রমূখ। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শাহনেয়ামতুল্লাহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা সোনামস
জিদ-রাজশাহী-ঢাকা মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করে। এসময় বক্তব্য রাখেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, উপাধ্যক্ষ শরিফুল আলম, সহকারী অধ্যাপক মো.কামরুজ্জামান, প্রভাষক নুরল ইসলাম প্রমূখ। বক্তারা জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। বক্তারা ধর্মীয় দৃষ্টিকোনে সন্ত্রাসীদের অবস্থান বিষয়েও শিক্ষার্থীদের ধারনা দেন। সন্ত্রাস নয় শান্তি চাই, জঙ্গিবাদকে না বলুন, সোনার বাংলায়, জঙ্গিবাদের ঠাঁই নাই- এই ¯েøাগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক গণসচেতনতা তৈরীর লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে ¯
^াস্থ্য বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীরা সকালে বিভিন্ন জঙ্গী হামলার প্রতিবাদে মানববন্ধন, র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। সদর হাসপাতালের সামনে এবং হাসপাতালের সম্মেলন কক্ষে কর্মসূচী পালিত হয়। আলোচনায় অংশ নেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ, সিভিল সার্জন প্রধান আবুল কালাম আজাদ, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, সদর উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমানসহ অন্যরা। এছাড়া জেলার সকল স্কুল-কলেজ-মাদ্রাসার উদোগে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসুচী পালিত হয়।