Sharing is caring!

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব খাদ্য পালিত উপলক্ষে

র‌্যালী ও আলোচনা

♦ স্টাফ রিপোর্টার 

“অভিবাসনের ভবিষ্যৎ বদলে দাও, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নে বিনিয়োগ বাড়াও” এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপল¶ে বুধবার জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলহাজ্ব মঞ্জুরুল হুদা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সলেহ আকরামের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম তাজকির-উজ-জামান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী, অতিরিক্ত উপ-পরিচালক ড. মো. ইয়াসিন আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কানিজ তাসনোভাসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, কৃষি কর্মকর্তা ও কৃষকবৃন্দ। এসময় বিশ্ব খাদ্য দিবস পালনের সাথে সাথে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *