Sharing is caring!


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ ‘গতি কমাও-জীবন বাঁচাও’ প্রতিপাদ্যে জাতিসংঘ ঘোষিত চতুর্থ ‘বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ’ উদযাপন উপলক্ষে মানববন্ধন, সচেতনতামূলক আলোচনা সভা ও ভিডিও চিত্র প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। নিরাপদ সড়কের দাবীতে দু’যুগ ধরে আন্দোলনরত সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা শনিবার এ কর্মসূচির আয়োজন করে। দুপুরে  মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেয় নিসচা সদস্য, শিশু শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকবৃন্দ। এর আগে বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে পাশের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামুলক আলোচনা সভা ও প্রামান্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক, সহকারী শিক্ষক মাহফুজুর রহমান, নিসচার সাধারণ সম্পাদক রফিক হাসান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক আলী উজ্জামান নূর। বক্তারা বলেন, বর্তমানে দেশে যে হারে সড়ক দূর্ঘটনায় মানুষ প্রাণ হারাচ্ছে, তা রীতিমত আতংকের বিষয়। শুধু চালকদের জন্যই নয়, সড়ক ব্যবহারকারীদের অসচেতনার ফলেও দূর্ঘটনা ঘটছে। তাই নিরাপদে সড়কে চলাচলের জন্য সকলকে সচেতন হতে হবে। সড়ক নিরাপত্তা সম্পর্কে সমাজের সর্বস্তরের মানুষ সচেতন হলেই সড়কে কমবে দূর্ঘটনা।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *