
চাঁপাইনবাবগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা” শীর্ষক কর্মশালা
♦ স্টাফ রিপোর্টার
“মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা” শীর্ষক একদিনের কর্মশালা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে এ কর্মশালা হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহম্মেদ শিমুল।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি শ্রী তপন সেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যাক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, মন্দিরভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রমের উপ-প্রকল্প পরিচালক মদন কুমার চক্রবর্তী, অধ্যাক কনক রঞ্জন দাস। স্বাগত বক্তব্য রাখেন, মন্দিরভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রমের সহকারি প্রকল্প পরিচালক মিলন কুমার দাস। কর্মশালার শুরুতেই জাতীয় সংগীত ও প্রকল্প ব্যান্ড সংগীত পরিবেশন করা হয়। পরে মঙ্গল প্রদীপ প্রজ্জলন প্রদর্শন ও উলূ-ধ্বনি প্রদান করেন মন্দিরভিত্তক শিশু ও গনশিক্ষা কার্যক্রমের শিক্ষিকাবৃন্দ।