Sharing is caring!

চাঁপাইনবাবগঞ্জে মসক নিধন ও পরিচ্ছন্নতা

সপ্তাহ উপলক্ষে প্রস্তুতি সভা

♦ স্টাফ রিপোর্টার 

দেশব্যাপী ২৫-৩১ জুলাই মসক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে প্রস্তুতি এবং মাসিক আইন-শৃক্সখলা কমিটির সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী। সভায় বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম। উপস্থিত ছিলেন নবনিযুক্ত সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির-উজ-জামান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেনসহ জেলার অন্যান্য উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবুল কালাম, যুবলীগ নেতা মেসবাহুল সাকের জ্যোতিসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অন্যান্য কর্মকর্তাগণ, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইমামগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। একই স্থানে মসক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন সংক্রান্ত প্রস্তুতি সভা শেষে মাসিক আইন-শৃক্সখলা বিষয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়। মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ে মাসিক সভায় পদ্মা সেতুতে মাথা লাগা ও ছেলেধরা বিষয়ে গুজব ছড়ানো, মাদকদ্রব্য, নারী নির্যাতন প্রতিরোধ এবং জেলার আইন-শৃক্সখলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *