Sharing is caring!

imagesস্টাফ রিপোর্টার \ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৬ পালন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা দিবসে প্রতুষ্যে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সুচনা হবে জেলা স্টেডিয়ামে। সূর্যোদয়ের সাথে সাথে সকল স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এবং সরকারি ও আধাসরকারি, স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান সমূহের ভবনে ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা। চাঁপাইনবাবগঞ্জ কালেক্টর চত্বরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধাদের নামফলক সংবলিত স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ সূর্যোদয়ের সাথে সাথে। সকাল ৮টায় জেলা স্টেডিয়ামে পুলিশ, বিএনসিসি, আনসার ও ভিডিপি, স্কাউটস, গালস গাইড ও শিশু-কিশোর সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শণ। জেলার প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকাসহ বিভিন্ন পতাকা দিয়ে সজ্জিতকরণ, সুবিধামত সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে মহান ¯^াধীনতা দিবস ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠান, শহরের গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, স্থানীয় শহীদ সাটু হলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধ্বণা, রাজমহল সিনেমা হলে বিনা টিকিটে ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শণ, সুবিধামত সময়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থণা সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ বিভিন্ন উপসনালয়ে। হাসপাতাল, জেলখানা ও শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন, দিবসটি উপলক্ষে মহিলাদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা, জেলা স্টেডিয়ামে প্রদর্শনী ফুটবল ম্যাচ, জেলার প্রাক্তন ফুটবল খেলোয়াড়দের সৌখিন ফুটবল প্রতিযোগিতা, সন্ধ্যায় শহীদ সাটু হলে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্যচিত্র প্রদর্শন, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার শীর্ষক আলোচনা সভা এবং জেলা শিল্পকলা একাডেমী ও জেলা শিশু একাডেমীর যৌথ উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং দিবসের দিনব্যাপী সকল কর্মসুচী সফল করতে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম। দিবসটি উপলক্ষে সকল উপজেলা ও বিভিন্ন সংগঠনের বিভিন্ন র্কমসূচী পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *