চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দারিয়াপুর মোড়ে বুধবার ভোরে মাইক্রোবাস চাপায় সখিনা বেগম (৩৫) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছে। সে ওই এলাকারই গোরস্থানপাড়ার তাইফুর রহমানের মেয়ে। সদর থানার এস.আই রাশিদুল ইসলাম জানান, ঢাকায় কর্মরত ¯^ামী পরিত্যক্তা গামেন্টস কর্মী সখিনা ঈদে বাড়ী আসতে না পারায় দু’দিন পর বাড়ী ফিরছিলেন। তাঁর সাথে মালামাল ভর্তি কয়েকটি ব্যাগ ছিল। ভোর সাড়ে পাঁচটার দিকে নৈশ কোচ থেকে নেমে তিনি বাড়ী যাবার জন্য অটোরিক্সার সন্ধানে সড়কের পাশে ব্যাগসহ দাঁড়িয়ে ছিলেন। এসময় রাজশাহীর দিকে হতে চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ পথে একটি দ্রুতগামী মাইক্রো বাস কিছুটা রাস্তার ধারে নেমে এসে সখিনাকে চাপা দেয়। ঘটনাস্থলে নিহত হয় সখিনা। দূর্ঘটনা দেখে কিছুটা সামনে একই এলাকার কৃষিজীবি বাইসাইকেল আরোহী খাইরুল ইসলাম (৫০) মাইক্রোবাসটিকে থামানোর চেষ্টা করলে তাঁকেও ধাক্কা দিয়ে পালিয়ে যায় মাইক্রোবাসটি। এসময় তিনি আহত হন। পরে মাইক্রোবাসটিকে আটক বা সনাক্ত করা সম্ভব হয়নি। সখিনার পরিবার কোন অভিযোগ না করায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ময়নাতদন্ত ছাড়াই তাঁর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আহত খাইরুল ইসলামকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।