Sharing is caring!

11_20_2001 6_21 PM_0001 11_20_2001 6_28 PM_000122 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জে ৫ দফা দাবিতে মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং কোসে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, মানববন্ধন হয়েছে। দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক ও সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শেষে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ওয়ালিউর রহমান, সাধারন সম্পাদক আবুল 11_20_2001 6_49 PM_000133কালামআজাদ, অর্থ সম্পাদক সীমা খাতুন, আব্দুল জাব্বারসহ শিক্ষার্থীরা। পরে সিভিল সার্জন অফিসের সামনে মানববন্ধন করে তারা। ৫ দফা দাবি হচ্ছে, উচ্চ শিক্ষার সুযোগ, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন, চাকুরীর ক্ষেত্রে নতুন পদ সৃষ্টিসহ নিয়োগ ও বাস্তবায়ন, ইন্টারশীপের ভাতা প্রদান ও আবাসন ব্যবস্থা বাস্তবায়ন, ভর্তি যোগ্যতা সর্বনি¤œ ২.৫০ এর পরিবর্তে ৩.৫০ করা। স্মারকলিপিতে বলা হয়েছে, ১৯৭৪ সালের ২ ফেব্রæয়ারী বিশ্ব স্বাস্থ্য দিবসে “মেডিকেল এ্যাসিসস্টেন্ট” এর স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমান গ্রাম বাংলার গরীব দুঃখী মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্য সেবা দেয়ার লক্ষে স্বল্প সময়ে স্বল্প ব্যয়ে দক্ষ চিকিৎসক গড়ে তোলার ঘোষণা দেন। প্রেক্ষিতে ১৯৭৬ সালে তা বাস্তবে রূপ লাভ করে। ৩ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সে মেডিকেল এ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল (ম্যাট্স) প্রতিষ্ঠা হয়। দীর্ঘদিন থেকেই মেডিকেল এ্যাসিস্টেন্টদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হলেও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা হয়নি। ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রমকে আরও এগিয়ে নিতে  শিক্ষার্থীরা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জোর দাবী জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *