
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে চালিয়ে আগ্নোয়াস্ত্রসহ ১জনকে আটক করেছে। আটককৃত ব্যক্তি ভোলাহাট উপজেলার পীরগাছি গ্রামের আবুল কাসেমের ছেলে মোঃ তুষার আহম্মেদ(২০)। জানা গেছে, রোববার বিকেলে উপজেলার দলদলী এলাকায় তুষার অস্ত্র নিজের কাছে রেখে ঘুরে বেড়াচ্ছিল। এসময় গোপন সংবাদ পেয়ে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল এএসপি শেখ নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ২টি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১৪ রাউন্ড গুলিসহ তুষারকে আটক করে। সোমবার দুপুরে র্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ভোলাহাট উপজেলার দলদলী এলাকায় অভিযান চালিয়ে ৭.৬৫ মি. মি. ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১৪ রাউন্ড গুলিসহ তুষারকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত তুষারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।