Sharing is caring!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হচ্ছে, ইসলামপুরের ছয়রশিয়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে আবু বক্কর (৩০) ও আমনুরা টংপাড়ার আতাবুর আলীর ছেলে শাহ আলম ওরফে আমিন (২০)। মঙ্গলবার র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কর্মকর্তা স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ ও সহকারী পুলিশ সপার (এএসপি) এনামুল করিম এর     নেতৃত্বে  অভিযানগুলো চালানো   হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে ও আমনুরা এলাকায় সোমবার বিকেল ও দুপুরে র‌্যাবের পৃথক অভিযানে ১’শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১ বোতল বিদেশী মদসহ এদের আটক করা হয়। ইসলামপুরের ছয়রশিয়া গ্রামের আমবাগান থেকে বিকেল সাড়ে ৩টায় আটক হয় আবু বক্করকে। দুপুর আড়াইটায় আমনুরা শিমুলতলা গ্রাম থেকে ইয়াবাসহ আটক হয় শাহ আলম ওরফে আমিন (২০)। অভিযানকালে আটককৃতরা ওইসব মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছিল। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ ইয়াবা, বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এসব ঘটনায় সদর থানায় পৃথক মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *