
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের হাতে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
♦ স্টাফ রিপোর্টার
অস্ত্র পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাট এলাকা থেকে সোমবার দিবাগত রাতে আগ্নেয়াস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। এই অভিযানে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন, ১১ রাউন্ড ও নগদ ২ হাজার ৫০০ টাকাসহ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী শফিকুল ইসলাম (৩৯)কে আটক করা হয় সোমবার রাত ৭টার দিকে।
গ্রেফতারকৃত শফিকুল ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের দূর্গাপুরের মনতাজ আলীর ছেলে। র্যাবের এক প্রেসনোটে সোমবার গভীর রাতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জানুয়ারি সোমবার সন্ধ্যা রাত ৭ টার দিকে শিবগঞ্জের কানসাট ইউনিয়নের পল্লীবিদ্যুৎ এর পাশের শসানঘাট গেটের সামনে থেকে আগ্নেয়াস্ত্রসহ শফিকুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।