Sharing is caring!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জ শহরের কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী নিয়ে অগ্নি নির্বাপণ, অগ্নিকান্ড ও ভূমিকম্পের সময় করণীয় ও বিভিন্ন দূর্ঘটনায় আহতের প্রাথমিক চিকিৎসা প্রদান বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে এ প্রশিক্ষণ দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা বেগমসহ শিক্ষকগণ। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনে ও হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টাফ অফিসার মশিউর রহমান। সহায়তা করেন ফায়ারম্যান মেহেদী হাসান ও সোহেল রানা। স্টাফ অফিসার মশিউর রহমান বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের কাজ শুধু আগুন নেভানো বা মরদেহ উদ্ধার করা নয় বরং জনগণকে আগুন নেভানো, অগ্নিকান্ড ও ভূমিকম্পের সময় কারণীয়, বিভিন্ন দূর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান ও যে কোন দূর্যোগে হতাহতদের উদ্ধার সম্পর্কেও সচেতন করা। তাই সাধারণ মানুষসহ শিক্ষার্থীদের মাঝে এ ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে ফায়ার সার্ভিস।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *