চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ বাংলাদেশ শিশু একাডেমী চাঁপাইনবাবগঞ্জ শাখার আয়োজনে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিশু বিকাশ ও প্রাক প্রাথমিক শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার সকালে বাংলাদেশ শিশু চাঁপাইনবাবগঞ্জ শাখার একাডেমীর হলরুমে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শফিকুল আলমের সভাপতিত্বে শিশুদের মাঝে পোষাকগুলো বিতরণ করেন, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিবাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদার রুমী, অবসরপ্রাপ্ত শিক্ষক মোহিত কুমার দাঁ। এবছর শিশু বিকাশ শ্রেণীতে ৩০ জন ও প্রাক-প্রাথমিক শ্রেণীতে ৩০ জন, মোট ৬০জন শিশুর মাঝে নতুন পোষাক বিতরণ করা হয়।