চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ, ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান, গণিত ও কম্পিউটার বিষয়ে উপজেলা পর্যায়ে তিনটি বিভাগে বিজয়ী ৬০জন শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিকালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ১২ শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়। বিজয়ীরা আগামী ২৪ মার্চ রাজশাহীতে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিনিধিত্ব করবেন। জেলা প্রশাসন ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুখলেসুর রহমান আকন্দের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৈৗফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিলা বেগমসহ অন্যরা।