Sharing is caring!

চাঁপাইনবাবগঞ্জে সার ও বীজ মণিটরিং কমিটির সভা

♦ স্টাফ রিপোর্টার

জেলা সার ও বীজ মণিটরিং কমিটির মাসিক সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হক। জেলার সার ও বীজ বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলহাজ্ব মো. মুঞ্জুরুল হুদা, জেলা সার ডিলার সমিতির সভাপতি আলহাজ্ব মো. আকবর হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব এ্যাড. লুৎফর রহমান ফিরোজ, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান হান্নুসহ অন্যরা। এসময় শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস.এম আমিনুজ্জামানসহ জেলার সার ডিলারগণ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, জেলার জুলাই-নভেম্বর-২০১৮ পর্যন্ত উপজেলা ভিত্তিক নন-ইউরিয়া সার বরাদ্দ ও উত্তোলন করা হয়। জেলায় টিএসপি সার বরাদ্দ হয় ৬ হাজার ৫’শ মেট্রিক টন। এর মধ্যে উত্তোলন করা হয় ৫ হাজার ১ মেট্রিক টন। এমওপি বরাদ্দ আসে ৫ হাজার ৩৪৬ মেট্রিন টন আর উত্তোলন করা হয় ৩ হাজার ৫৪৪ মেট্রিক টন এবং ডিএপি বরাদ্দ আসে ৬ হাজার ২০৯ মেট্রিক ও উত্তোলন করা হয় ৪হাজার ১৩১ মেট্রিক টন। বক্তারা বলেন, জেলায় আগামীতে যেন কোন প্রকার সার বা বীজের সমস্যা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখার জন্য সকল ডিলারদের প্রতি আহবান জানানো হয়। এছাড়া নতুনভাবে সার ডিলার অনুমোদনের জেলার ১০জন আবেদন করেন। যা পরবর্তীতে মণিটরিং কমিটির পর্যবেক্ষণের পর অনুমোদন দেয়া হতে পারে বলে আশা ব্যক্ত করেন। আর এই সার ডিলাদের অনুমোদন পেলে জেলা অত্যন্ত অঞ্চলের কৃষকদের জন্য ফলপ্রসূ হবে বলেও জানানো হয় সভায়।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *