
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ গরু চোরাচালান দমন এবং সীমান্তে আইন-শৃক্সখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শনিবার দূপুরে চাঁপাইনবাবগঞ্জস্থ ৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের সদর দপ্তরে বিট, খাটালের মালিক ও ব্যবসায়ীদের সাথে ৯’বিজিবি ব্যাটালিয়ন এই সভার আয়োজন করে। ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুল এহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিজিবি’র রাজশাহী সেক্টর কমাণ্ডার কর্নেল মতিউর রহমান। এসময় চাঁপাইনবাবগঞ্জে নবগঠিত ৫৯’বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাসান মোরশেদ, বিজিবির বিভিন্ন বিওপি’র কর্মকর্তা, বিট ও খাটালের মালিক, ব্যবসায়ী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সেক্টর কমাণ্ডার মতিউর রহমান বলেন, গরুর আড়ালে মাদক কিংবা অস্ত্র চোরাচালান করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করবেন না। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে হত্যাকাণ্ডের মত ঘটনা ঘটতে পারে। সরকার চায়, দেশে যেন আর কোন সীমান্ত হত্যা না ঘটে। বিট, খাটালের মালিক বা চোরাচালাকারবারিরা সীমান্ত পথে অবৈধভাবে গরু আনলে বিজিবি অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে। সভায় ¯^রাষ্ট্র মন্ত্রণালয়ের বীট বা খাটালের নিয়ম মেনে আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে বৈধভাবে গরু আনার জন্য গরু ব্যবসায়ীদের আহŸান জানানো হয়। তাছাড়া কোন বাংলাদেশী রাখাল সীমান্তের জিরো লাইন অতিক্রম করলেই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও মতবিনিময় সভায় জানানো হয়।