
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ ই-কমার্স ও ফ্রিল্যান্সার বাঁচাতে বন্ধ থাকা সোসাল মিডিয়াগুলি চালু করার দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার দুপুরে সাটু হল মোড়ে ডিজিটাল দিনাজপুর কমিউনিটি নামক সংগঠনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা প্রেসিডেন্ট ফেরদৌস ইসলাম, সভাপতি ইফরাদ আলম, সহসভাপতি ওবাইদুল্লা আল কাফী সহ সংগঠনের সদস্যবৃন্দ। ডিজিটাল কমিউনিটি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যানারে ঘন্ট্যা ব্যাপী চলে এই মানববন্ধন। মানববন্ধন শেষে ফেসবুক, ভাইবারসহ সোশ্যাল মিডিয়া চালুর দাবীতে জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করে সংগঠনের নেতৃবৃন্দ।