Sharing is caring!

চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে

সনাকের মতবিনিময় সভা

♦ প্রেস বিজ্ঞপ্তি

চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। বৃহষ্পতিবার দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. এসএফএম খায়রুল আতাতুক। সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি গৌরী চন্দ সিতু। এসময় বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ও সনাক সদস্য ডা. মোঃ ফখরুল ইসলাম, শিশু বিভাগের কনসালটেন্ট ডা. মোঃ আবুল কাশেম, সনাক সহ-সভাপতি গোলাম ফারুক মিথুন, সনাক সদস্য কনক রঞ্জন দাসসহ অন্যরা। টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় হাসপাতালের বিভিন্ন বিভাগের কনসালটেন্ট, মেডিকেল অফিসার, নার্স, ফার্মাসিষ্ট, টেশনিশিয়ান, সনাক, স্বজন ও ইয়েস সদস্য এবং টিআইবি কর্মকর্তাসহ প্রায় অর্ধশতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। সভায় হাসপাতালের সেবা সম্পর্কিত সনাক কর্তৃক পর্যবেক্ষণের সবল ও দুর্বল দিক, তথ্য প্রদান রেজিষ্টার ও অভিযোগ গ্রহণ রেজিষ্টার ব্যবহার, ডাক্তারদের সময়মত হাসপাতালে উপস্থিতি নিশ্চিতকরণ, নারীবন্ধব সেবা সম্পর্কিত তথ্যবোর্ড স্থাপন, তথ্যমেলায় অনুষ্ঠিত স্বাস্থ্যসেবা বিষয়ক গণশুনানি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *