চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ স্বেচ্ছাসেবকলীগের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী, সমাবেশ ও কেক কাটা অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার দুপুরে শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, ¯ে^চ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মনিরুল ইসলাম, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শান্তনা হক শান্তা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান তোতা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর জিয়াউর রহমান আরমানসহ ¯ে^চ্ছাসেবকলীগের বিভিন্নস্তরের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে সমাবেশে বক্তব্য রাখেন অতিথিগণ।