Sharing is caring!

স্টাফ রিপোর্টার \ অধ্যাপক ডাঃ নওয়াব আলী স্মৃতি পদক প্রদান ও হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনার হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। আজ (শনিবার) সকালে যুব উন্নয়ন ভবন মিলনায়তনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাভার টিচার্র টেনিং ইন্সটিটিউটের সাবেক অধ্যক্ষ ডাঃ মোঃ আব্দুস সালাম। অধ্যাপক ডাঃ নওয়াব আলী হোমিওপ্যাথিক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি পদক প্রদান ও হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনারে ডাঃ মোঃ আফসার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজের অব. অধ্যাপক কনক রঞ্জন দাস, ডাঃ (সাংবাদিক) মিজানুর রহমান কুটু। আলোচক হিসেবে ছিলেন ডাঃ মোঃ আশরাফুল হক ও ডাঃ মোঃ রাতুল মাহমুদ সজল। সেমিনারে এসময় জেলার বিভিন্নস্থানের  নারী ও পুরুষ হোমিও চিকিৎসকরা অংশ নেয়। এবছর হোমিপ্যাথিক চিকিৎসায় জেলায় বিশেষ অবদান রাখায় জেলার ৫জন হোমিও চিকিৎসককে অধ্যাপক ডাঃ নওয়াব আলী স্মৃতি পদক প্রদান করা হয়। অধ্যাপক ডাঃ নওয়াব আলী স্মৃতি পদক প্রাপ্তরা হচ্ছেন, সাভার টিচার্র টেনিং ইন্সটিটিউটের সাবেক অধ্যক্ষ ডাঃ মোঃ আব্দুস সালাম, শাহনেয়ামতুল্লাহ কলেজের অব. অধ্যাপক লেখক কনক রঞ্জন দাস, হোমিপ্যাথিক চিকিৎসায় জেলায় বিশেষ অবদান রাখায় ডাঃ মোঃ কামাল উদ্দিন, মোঃ আমিনুল ইসলাম, ডাঃ এমদাদুল হক।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *