চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জ সদর ও গোমস্তাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গেফতারকৃতরা হচ্ছে, সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাররশিয়া গ্রামের মৃত সোলাইমানের ছেলে মো. রুহুল (৪০) ও গোমস্তাপুর উপজেলার নাদিরাবাদ গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে মো. ইমাম (২০)। বৃহস্পতিবার পুলিশ সুপার কার্যালয়ের এক প্রেসনোটে জানানো হয়, বুধবার দিনব্যাপী অভিযানে উভয় উপজেলায় পৃথক পৃথক এলাকা থেকে ৪০ পিস ইয়াবাসহ রুহুল ও ৩ গ্রাম হেরোইনসহ ইমামকে গ্রেফতার করে থানা পুলিশ। এব্যাপারে সদর ও গোমস্তাপুর থানায় দুইটি পৃথক মামলা হয়েছে।