চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম কিন্ডার গার্টেন ‘হৃদয় মাল্টিমিডিয়া প্রেপারেটরী স্কুল’ এর বার্ষিক ভোজ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। বুধবার সকালে শহরের নিমতলা মোড়স্থ ‘হৃদয় মাল্টিমিডিয়া প্রিপারেটরী স্কুল চত্বরে প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর ছোট ছোট শিশুরা গানের তালে তালে নেচে গেয়ে উপস্থিত অভিভাবক ও শিশুদের আনন্দ দেয়। দুপুরে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উপস্থিত অভিভাবকদের ভোজ সম্পন্ন হয়। সকালে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক মোসাঃ রেশমা খাতুন ও মোসাঃ নিপা খাতুন। বিকেলে বার্ষিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ‘হৃদয় মাল্টিমিডিয়া প্রেপারেটরী স্কুল’ এর উপদেষ্টা এ্যাড. সোলাইমান বিশু, প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ আফসার আলী, গোলাম মোস্তফা মন্টু। অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু। এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবকগণ ও বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কয়েকজন আদর্শ অভিভাবককেও পুরস্কৃত করা হয়। ‘হৃদয় মাল্টিমিডিয়া প্রেপারেটরী স্কুল’ এর বিভিন্ন শ্রেণীতে প্রায় ২১৫ জন শিক্ষার্থী রয়েছে।