
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ আটক ২
♦ স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এসময় মাদক বহনকারী একটি ব্যাটারি চালিত অটো রিকশা (দোলনা) জব্দ করা হয়। শনিবার রাত সাড়ে ১০টার দিকে অধিদপ্তরের এস.আই মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ আটক করা হয় সদর উপজেলার বিদিরপুর গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে মো. রুবেল(৩৯) এবং একই এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে মো. শফিকুল ইসলাম ভুট্টু (৪০)কে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় সূত্র জানায়, মাদক বিক্রয়ের উদ্দেশ্যে নয়াগোলা এলাকায় নয়াগোলাঘাট গামী পাঁকা রাস্তা দিয়ে অটো রিকশা নিয়ে ২ ব্যক্তি শহরের দিকে আসছে। গোপন সূত্রে এমন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের একটি দল সেখানে অভিযান চালিয়ে ৪ গ্রাম হেরোইনসহ রুবেল ও ভুট্টুকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।