Sharing is caring!

চাঁপাইনবাবগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ৮১২

জন \ মেয়াদ শেষ আরও ৪০জনের

♦ স্টাফ রিপোর্টার 

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১২ জনে। মঙ্গলবার যার সংখ্যা ছিলো ৭৬৯ জন। এর মধ্যে রবিবার বেড়েছে ১’শ ৩৬জন, সোমবার বেড়েছে ২’শ জন, মঙ্গলবার বেড়েছে ৬১ জন এবং বুধবার বেড়েছে ৪৩ জন। এদিকে, ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকা ৩০ জনের পর বুধবার আরও ৪০ জনের মেয়াদ শেষ হয়েছে। আগামী ৪ এপ্রিলের মধ্যে জেলার সবগুলো হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশীদের মেয়াদ শেষ হয়ে যাবে। হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশীদের সংখ্যা আরও বাড়ার আশংকা রয়েছে বলে বুধবার দুপুরে জানিয়েছেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী। তবে জেলায় কোন ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। জেলায় হোম করেনটাইনে শুক্রবার দুপুর পর্যন্ত ছিলো ৩৭১ জন। শনিবার সকালে তা বেড়ে ৩৭৩ জন হয়। রবিবার তা ৫০৯ জন এবং সোমবার ২’শজন বেড়ে ৭০৯ জন, মঙ্গলবার ৭৬৯ জন এবং বুধবার ৮১২ জনে পৌছে। জেলার স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বুধবার দুপুরে জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে শুরু করে পবরর্তী দিন সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টা পর্যবেক্ষনে বর্তমানে জেলায় কোন করোনা রোগী সনাক্ত হয়নি, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেয়া হয়েছে। মঙ্গলবার হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশীদের সংখ্যা ছিলো ৭৬৯ জন। বুধবার তা ৮১২ জনে এসে পৌছে। খোঁজ নিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশীদের সংখ্যা বেড়েই চলেছে। হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশীদের সংখ্যা আরও বাড়তে পারে। করোনা ভাইরাস প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির উদ্যোগে বিভিন্ন প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইতোমধ্যেই। জেলার সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বেসরকারী ক্লিনিক এবং বেশী রোগী হলে চাঁপাইনবাবগঞ্জ পিটিআই প্রশিক্ষন কেন্দ্রে আইসোলেসনে রাখার জন্য ব্যবস্থা, করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় বিষয়ে মাইকিং, সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। জেলা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটি সর্বক্ষন মনিটরিং করছেন। নিজের, পরিবারের, জেলার এবং দেশের কথা বিবেচনা করে জেলার সকলকে সতর্ক অবস্থানে থেকে প্রাণঘাতি এই করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে সরকারী সকল নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান সিভিল সার্জন।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *