Sharing is caring!

চাঁপাইনবাবগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ৯০৭ জন

\ মেয়াদ শেষ ৪৩০জনের

♦ স্টাফ রিপোর্টার 

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৭ জনে। শনিবার যার সংখ্যা ছিলো ৮৯৯ জন। গত ২৪ ঘন্টায় বেড়েছে ৮জন। এদিকে, ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকা ৪৩০ জনের মেয়াদ শেষ হয়েছে শনিবার। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ১০৯ জন, শিবগঞ্জে ১২৫, নাচোলে ৪০, গোমস্তাপুরে ৯৭ ও ভোলাহাটে ৫৯ জন। আগামী ৪ এপ্রিলের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে জেলার সবগুলো হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশীদের মেয়াদ শেষ হয়ে যাবে। জেলায় কোন ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশীদের সংখ্যা শুক্রবার ছিলো ৮৯৯ জনে, রবিবার হয় ৯০৭ জন বলে রবিবার এমনটাই জানিয়েছেন জেলার স্থাস্থ্য বিভাগ। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বৃহস্পতিবার দুপুরে জানান, প্রতিদিন রাত ৮টা থেকে শুরু করে পবরর্তী দিন রাত ৮টা পর্যন্ত ২৪ ঘন্টা পর্যবেক্ষনে বর্তমানে জেলায় কোন করোনা রোগী সনাক্ত হয়নি, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেয়া হয়েছে। শনিবার হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশীদের সংখ্যা ছিলো ৮৯৯ জন। রবিবার তা বেড়ে ৯০৭ জন হয়। তিনি জানান, করোনা ভাইরাস প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির উদ্যোগে বিভিন্ন প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইতোমধ্যেই। নিজের, পরিবারের, জেলার এবং দেশের কথা বিবেচনা করে জেলার সকলকে সতর্ক অবস্থানে থেকে প্রাণঘাতি এই করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে সরকারী সকল নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান সিভিল সার্জন।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *